ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

মশকবিরোধী অভিযান : পেট্রোবাংলা-টিসিবি-যমুনা অয়েলকে ১৫ লাখ টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশকবিরোধী অভিযানে এইডিস মশার লার্ভা পাওয়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা, টিসিবি এবং যমুনা অয়েলকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে কারওয়ানবাজারে পেট্রোবাংলা ভবন এবং যমুনা অয়েলের নির্মাণাধীন ভবনে এই অভিযান চালানো হয়।


অভিযান চলার সময় পেট্রোবাংলা ভবনের বেজেমেন্টের ড্রেনে জমে থাকা পানিতে এইডিস মশার লার্ভা পাওয়া যায়। সে কারণে পেট্রোবাংলা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ। পরে অভিযান চলে পাশের যমুনা অয়েলের নির্মাণাধীন ভবনে। সেখানে লিফটের জন্য নির্ধারিত খালি জায়গায় পানি জমে ছিল, তাতে পাওয়া যায় মশা লার্ভা।


ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি ভবনেও বেজমেন্টের ড্রেনে জমে থাকা পানিতে মশার লার্ভা পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ যমুনা অয়েল এবং টিসিবিকেও ৫ লাখ টাকা করে জরিমানা করেন। অভিযানের এক ফাঁকে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ছে, ঢাকায়ও ব্যাপকতা বেড়েছে। এ অবস্থায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় এইডিস মশার লার্ভা পাওয়া দুঃখজনক।



পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তারপরও কীভাবে এটা হল আমরা খতিয়ে দেখব। যারা পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল, তাদের অবহেলায় এটা হতে পারে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে গত শনিবার (৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আকস্মিক পরিদর্শনে যান ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় জাপান গার্ডেন সিটির কয়েকটি বহুতল ভবনের বেইজমেন্ট শরীরে ঘুরে দেখেন তিনি। সেসময় প্রতিটি ভবনের বেইজমেন্টে গাড়ি ধোয়ার পর জমে থাকা পানিতে এডিস মশার অসংখ্য লার্ভা দেখতে পান তিনি। তখন জীবন্ত মশাও সেখানে ওড়াউড়ি করছিল। জাপান গার্ডেন সিটি পরিদর্শন শেষ করে ডিএনসিসি মেয়র মোহাম্মদপুরর শেখের টেক পিসিকালচার হাউজিং, আদাবর ও শ্যামলী এলাকার কয়েকটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। যেখানে লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়।

ads

Our Facebook Page